Wifi Hack-Wifi কি আসলেই হ্যাক করা যায় ?

 Wifi কি আসলেই হ্যাক করা যায় ?

অনলাইন এ ওয়াইফাই হ্যাকিং নিয়ে অনেক ভিডিও পাবেন যেইগুলো বেশির ভাগই মোবাইল বা উইন্ডোজ দিয়ে করে দেখায়। আসলে মোবাইল বা উইন্ডোজ দিয়ে ওয়াইফাই হ্যাক করা অনেক কঠিন।অনেকে গুগল প্লে-স্টোর থেকে অনেক অ্যাপ ইনস্টল করে থাকেন ওয়াইফাই হ্যাকিং এর জন্য। এই অ্যাপগুলো দিয়ে কোনোভাবেই ওয়াইফাই হ্যাকিং করা যায় না। শুধুমাত্র টাকা কামানোর জন্য এই অ্যাপগুলো বানিয়ে থাকে এবং এই অ্যাপগুলোর মাধ্যমে আপনার মোবাইল এর vulnerability (দূর্বলতা) তৈরি হতে পারে , আপনার মোবাইল এর সিকিউরিটি ভেঙ্গে যেতে পারে , বিভিন্ন ধরনের ভাইরাস ও থাকতে পারে। এই অ্যাপগুলো ব্যবহার না করাই ভালো। মোবাইল বা উইন্ডোজ দিয়ে হ্যাক করার জন্য আপনাকে অনেক অ্যাডভান্স লেভেল এর হ্যাকিং জানতে হবে।






এখন প্রশ্ন হলো ওয়াইফাই আসলেই হ্যাক করা যায় কিনা ? 

ওয়াইফাই হ্যাক করা যায় কিন্তু এর জন্য অনেক অ্যাডভান্স লেভেল এর হ্যাকার হতে হবে। এখন অনেকেই বলবেন যে আমার বন্ধু 5-10 মিনিট এ ওয়াইফাই এর পাসওয়ার্ড হ্যাক করে ফেলেছে। এইটা খুবই বিরল ঘটনায় হয়। আপনার বন্ধু যেভাবে ওয়াইফাই হ্যাক করেছে সেটা জানার আগে ওয়াইফাই এর সিকিউরিটি সম্পর্কে কিছু ধারণা নিয়ে নিন। 

ওয়াইফাই এর প্রাথমিক সিকিউরিটি ছিল WEP (Wired Equivalent Privacy) যা IEEE 802.11 ওয়্যারলেস নেটওয়ার্কগুলির জন্য একটি সুরক্ষা অ্যালগরিদম। 1997 সালে 802.11 অনুমোদিত পায় এবং স্ট্যান্ডার্ড এর অংশ হিসাবে পরিচিতি লাভ করে। এর উদ্দেশ্য ছিল তারযুক্ত নেটওয়ার্কের সাথে ডেটা গোপনীয়তা সরবরাহ করা। WEP তে অনেক সমস্যা ছিল যেই কারণে অনেক সহজেই ওয়াইফাই এর পাসওয়ার্ড হ্যাক করতে পারতো। যেই রাউটারগুলোতে WEP এর সিকিউরিটি আছে সেই রাউটার এর পাসওয়ার্ড ফ্রী সফটওয়্যার দিয়েই হ্যাক করা যায়। এই সমস্যা সমাধানের জন্য ওয়াইফাই এর মৈত্রীসংগঠন 2003 সালে WPA (Wi-Fi Protected Access) সিকিউরিটি সিস্টেম প্রকাশ করে এবং 2004 সালে WPA 2 প্রকাশ করে যা WPA এর বিভিন্ন সিকিউরিটি সুরক্ষা থেকে অনেকটাই উন্নতি ছিল। এরপর 2018 এর জানুয়ারিতে ওয়াইফাই এর সংগঠন WPA 2 এর সাথে বেশ কয়েকটি সুরক্ষা উন্নতিসহ WPA 3 প্রকাশের ঘোষণা করেছে। এই WPA , WPA 2 , WPA 3 এর রাউটারগুলোকে হ্যাক করা অনেক কঠিন। কারণ এইগুলার সিকিউরিটি অনেক শক্তিশালী এবং key encrypt থাকে। যদি কেউ এই key বা পাসওয়ার্ড টা হ্যাক করে তাহলে এই key বা পাসওয়ার্ড এর যেই ক্যাপচার টা থাকবে সেটা encrypted থাকবে। এই key encrypt কে decrypt করা প্রায় অসম্ভব। তাহলে আপনার বন্ধু কিভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ডটি হ্যাক করলো। যদি ভিকটিম এর ওয়াইফাই এ কোনো দুর্বলতা থাকে যেমন - WPS। WPS মানে একটা সাপ্লিমেন্টারি Key যেইটা সব রাউটারে থাকে। এর উদ্দেশ্য হলো রাউটার এর প্রধান পাসওয়ার্ড ছাড়াই ওই WPS Key দিয়ে কানেক্ট করতে পারবেন। রাউটার এর পিছনে WPS এর যেই বাটনটা থাকে সেই বাটন ক্লিক করেও আপনি কিছু সময় এর জন্য পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। তাই সুরক্ষার জন্য রাউটার এর অ্যাডমিন প্যানেল থেকে WPS ডিজেবল করে রাখুন , অ্যাডমিন এর পাসওয়ার্ড বদলান এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।  আরেকটি উপায় হলো বর্তমান এর কয়েকটি ব্র্যান্ড এর স্মার্টফোনে ওয়াইফাই কানেকশন দেওয়ার সময় পাসওয়ার্ড এর QR code পারমিসন নিয়ে নেয়। পরে ওই QR code টি স্ক্যান করেও ওয়াইফাই এর কানেকশন বা পাসওয়ার্ড জানা যায়। আরও অনেক মাধ্যমে ওয়াইফাই এর দুর্বলতা খুঁজে পেলে পাসওয়ার্ড হ্যাক করা যায়। যেমন - WPS এর Key 1 - 7 বা 8 সংখ্যার হয়ে থাকে। একটা Brute-force নামে অ্যাটাক আছে যেটাকে ডিকশনারি অ্যাটাকও বলা হয়ে থাকে। এর কাজ হলো 1 - 8 এর মধ্যে যেই কম্বিনেশন আছে সেই কম্বিনেশনগুলো এক এক করে কানেক্ট করার চেষ্টা করা। 1 - 8 এর মধ্যে কিন্তু অনেক কম্বিনেশন আছে। এইগুলো এক এক করে কানেক্ট করতে গেলে বর্তমান কম্পিউটারের প্রসেসর এর স্পীড দ্বারা প্রায় অসম্ভব। কারণ অনেক বেশি সময় লাগবে। যদি আপনার ভাগ্য ভালো থাকে মানে ভিকটিম এর key টা যদি দুর্বল থাকে তাহলে কিছু সময়ের মধ্যেই পাসওয়ার্ডটি হ্যাক করতে পারবেন। প্লে-স্টোরে ওয়াইফাই হ্যাকিং এর অনেক অ্যাপস আছে যেগুলো এই Brute-force এর মাধ্যমেই কাজ করে থাকে। তবে খুবই কম রাউটারে এই অ্যাটাক এর মাধ্যমে পাসওয়ার্ড হ্যাক করা যায়। কারণ Brute-force এ অনেক সময় লাগে। Kali Linux এর টার্মিনাল দিয়েও পাসওয়ার্ড বের করার চেষ্টা করা যায় কিন্তু সেই WPS Key যেইটা encrypt থেকে decrypt করতে অনেক সময় লাগবে। এখন আপনারা যারা অ্যাডভান্স লেভেল এর হ্যাকিং জানেন না তবুও অনলাইন নানান ধরনের ওয়াইফাই হ্যাকিং এর ভিডিও দেখে থাকেন। তারা শুধুই সময় নষ্ট করছেন। কারণ আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের কাছে অ্যাডভান্স কোনো টেকনোলজি নেই যেইটা দিয়ে যেকোনো রাউটার কম সময়ের মধ্যে হ্যাক করা যায়। তাই আমরা যারা সাধারণত গুগলে সার্চ করে বা ইউটিউবে ভিডিও দেখে ওয়াইফাই হ্যাকিং এর পদ্ধতি ব্যবহার করে শুধুই আমরা আমাদের মূল্যবান সময়টাকে নষ্ট করছি।


No comments

Mansa Musa

✱ বর্তমান আধুনিক বিশ্বে কোনো ধনোকুপ এর কথা উঠলে সবাই বিল গেটস, জেফ বেজোজ অথবা ইলন মাস্ক এর কথা বলবেন যাদের অর্থের সঠিক কোনো হিসাব নেই। কিন্ত...

Powered by Blogger.