Mansa Musa
✱বর্তমান আধুনিক বিশ্বে কোনো ধনোকুপ এর কথা উঠলে সবাই বিল গেটস, জেফ বেজোজ অথবা ইলন মাস্ক এর কথা বলবেন যাদের অর্থের সঠিক কোনো হিসাব নেই। কিন্তু ইতিহাসে এমন এক ব্যাক্তিত্ব ছিলেন যার সম্পদ এর পরিমাণ অতুলনীয় এমনকি অকল্পনীয়। এমনকি বলা হয় Marvel Cinematic Universe এর ফিকশনাল কেরেকটার King T'challa যে কিনা সবচেয়ে সম্পদশালী তার থেকেও বেশি সম্পদশালী ছিলেন এই ব্যক্তি। আর তিনি হলেন আফ্রিকার মালি সাম্রাজ্যের রাজা মুসা ১ বা মানসা মুসা।
![]() |
| Mansa Musa |

No comments