মাল্টি মনিটর এর কাজ কি?

 মাল্টি মনিটর এর কাজ কি?


আমরা অনেক সময় কোনো বড় ভাই এর বাসায়,কোনো বন্ধুর বাসায় কিংবা অনেক গেমার বা অনেক ইউটিউবার এর ভিডিওতে দেখে থাকি তারা একসাথে ২টি বা তার অধিক মনিটর একসাথে ব্যবহার করে থাকে।এতে আমরা মনে করি হয়ত তার কাছে ২-৩ টি কম্পিউটার।আবার অনেক সময় মনে করি তারা ২টি  ৩টি  পিসি দিয়ে কি কাজ করে,এমন প্রশ্ন আমাদের অনেকে ই মনে হয়ে থাকে।কিন্তু না,আসলে ১টি পিসি দিয়ে ২ বা তার অধিক মনিটর ব্যবহার করা যায়।আসুন জেনে নেই কিভাবে একটি পিসি দিয়ে অধিক মনিটর ব্যবহার করা যায় এবং তার উপকারিতা ।





যারা এখনও জানেন না ডুয়াল বা মাল্টি মনিটর এর কাজ কি অথবা এর সুবিধাগুলো কি কি তাদেরকে আজ সহজ ভাষায় বুঝিয়ে দিব মাল্টি মনিটর এর সুবিধাগুলো।


কিভাবে একটি পিসি এর সাথে একাধিক মনিটর ব্যবহার করা যায়ঃ


অনেকে মনে করেন দুইটা মনিটর চালানোর জন্য দুইটা কম্পিউটার লাগে আসলে তা নয়। আপনার কাছে একটা কম্পিউটার থাকলেই চলবে। কম্পিউটার এর মাদারবোর্ড এর IO তে দেখবেন একাধিক HDMI port , Display port (কিছু কিছু মাদারবোর্ড এ VGA port ও আছে) থাকে। মূলত এই পোর্টগুলো থেকেই মাল্টি ডিসপ্লের সংযোগ নেওয়া হয়।তেমনি গ্রাফিক্স কার্ড এর সাথেও অনেক গুলি  HDMI,Display port থাকে। আপনি যদি পাঁচটা ছয়টা মনিটর লাগাতে চান তাহলে গ্রাফিক্স কার্ড এর থেকে সংযোগ নিতে হবে। 







ডুয়াল বা মাল্টি মনিটর এর উপকারিতাঃ


যারা প্রচুর পরিমাণ এ মাল্টিটাস্কিং করে এডিটিং , স্ট্রিমিং , গেমিং করে থাকে তাদের জন্য মাল্টি মনিটর। 
ধরেনিন আপনি এডিটিং করছেন তখন আপনি এক মনিটর এ এডিটিং এর সফটওয়্যার আরেকটিতে ফাইল এক্সপ্লোরার এ আপনার কাজের ফাইলগুলো 
রাখতে পারেন এবং ফাইল ড্রাগ করে এক মনিটর থেকে আরেক মনিটর এ নিয়ে যেতে পারেন। যদি আপনার কাছে একটি মনিটর থাকতো তাহলে আপনার প্রথমে এডিটিং এর সফটওয়্যার টি মিনিমাইজ করে ফাইল এক্সপ্লোরার এ যেতে হতো এবং এইটা অনেকটাই সময় নষ্ট করবে। আবার আপনি যদি স্ট্রিমিং করেন তাহলে এক মনিটর এ আপনি আপনার সুপার চ্যাট বা লাইভ চ্যাট গুলো খুব সহজেই পড়তে পারবেন এবং আরেক মনিটর এ আপনি আপনার স্ট্রিমিং করতে পারবেন। আরও অনেক কাজে মাল্টি মনিটর এর সুবিধা নিতে পারেন। 
এখন অনেকেই ভাববেন দুইটা বা মাল্টি মনিটর না নিয়ে বড় মনিটর বা Ultra wide মনিটরগুলোতে মাল্টিটাস্কিং করার কথা। Ultra wide মনিটর গুলোতে কোনো ফাইল এক্সপ্যান্ড করলে পুরো মনিটর জূড়ে এক্সপ্যান্ড হয়ে যেতো। কিন্তু মাল্টি মনিটর এর যেই মনিটর এ আপনি ফাইল এক্সপ্যান্ড করবেন শুধু সেই মনিটর এই এক্সপ্যান্ড হবে। এছাড়াও Ultra wide মনিটর এর অ্যাসপেক্ট রেশিও অনেক বেশি আর বর্তমান এ সাধারনত ভিডিও গুলোতে 16:9 অ্যাসপেক্ট রেশিও থাকে। তাই যখন Ultra wide মনিটর এ ভিডিও প্লে করলে অ্যাসপেক্ট এক হয় না যার  ফলে সাইড এ ব্ল্যাকবার এসে পড়ে।তাই 16:9 এর মাল্টি মনিটর হলেই যথেষ্ট। কারণ বর্তমান এর বেশিরভাগ ভিডিওগুলো 16:9 এর হয়ে থাকে।

মাল্টি মনিটর ব্যবহার করে প্রোডাক্টিভিটির কাজের গতিও বারে। একটা মনিটর থেকে মাল্টি মনিটর ব্যবহার করলে এক্সট্রা workspace এর সুবিধা নেওয়া যায়। একসাথে অনেক বেশি কাজ করা যায়।

1 comment:

Mansa Musa

✱ বর্তমান আধুনিক বিশ্বে কোনো ধনোকুপ এর কথা উঠলে সবাই বিল গেটস, জেফ বেজোজ অথবা ইলন মাস্ক এর কথা বলবেন যাদের অর্থের সঠিক কোনো হিসাব নেই। কিন্ত...

Powered by Blogger.