Budget Pc Build (35k - 40k)
35k - 40k বাজেট এ পিসি বিল্ড (PC Build without Monitor)
আপনারা অনেকেই Budget PC Build করতে চান,কিন্তু বুঝে উঠতে পারেন না কোন প্রসেসরটি নিলে ভালো হবে মাদারবোর্ড কোনটা ভালো সাপোর্ট দিবে।আবার বাজেট নিয়েও বুঝে উঠতে পারেন না।
তাহলে এই PC Build টি আপনার জন্য হতে পারে।এর মাধ্যমে আপনি গেমস খেলেও মোটামোটি ভালো পারফর্মেন্স পাবেন সাথে আপনারা খুব ভালোভাবে ফ্রীলান্সিং ও করতে পারবেন
↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
1. 35k বাজেট বিল্ড এ প্রসেসর Ryzen 5 3400G বেস্ট অপশন হবে । এর সাথে Radeon RX Vega 11 Graphics পাচ্ছেন । যারা মোটামুটি গেমিং এবং ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য পারফেক্ট চয়েস । 3400G এর চেয়ে কম দামে বাজার এ Ryzen 5 3600 আছে এবং 3400G এর থেকে core ও বেশি যা ফ্রিল্যান্সিং এ কাজে আসবে । কিন্তু 3400G বেস্ট কারণ এই প্রসেসর এর সাথে গ্রাফিক্স কার্ড পাচ্ছেন যা গেমিং এ অনেকটাই সাহায্য করবে । বর্তমান বাজার এ গ্রাফিক্স কার্ড নেই বললেই চলে ! আর দাম অনেক বেশি । তাই আপনি যদি গ্রাফিক্স কার্ড না লাগান তাহলে 3400G বেস্ট অপশন । তবে আপনি চাইলে এর সাথে গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন।
3400G এবং 3600 এর বর্তমান বাজার মূল্য - 16k-17.5k (বাজার এ Ryzen প্রসেসর এর দাম কমতে শুরু করেছে)
2. মাদারবোর্ডটি Gigabyte B450M S2H V2 ULTRA Durable অথবা MSI B450M-A PRO MAX এই দুইটি মাদারবোর্ড 3400G কে Max boost clock উঠাতে সক্ষম । Gigabyte B450M S2H V2 UD 4+2 phases digital VRM solution with low RDS(on) MOSFETs যা মাদারবোর্ডের সবচেয়ে পাওয়ার-ক্ষুধার্ত এবং শক্তি-সংবেদনশীল উপাদানগুলির পাশাপাশি বর্ধিত সিস্টেমের কর্মক্ষমতা এবং চূড়ান্ত হার্ডওয়্যার এর কর্মপরিধি সরবরাহ করবে। MSI আর Gigabyte এর মাদারবোর্ডটি ফিউচার আর স্পেক এর দিক দিয়ে প্রায় একই । তবে VRM এর কুলিং সিস্টেম শুধু Gigabyte এর মডেলটিতেই পাবেন । আমার মতে Gigabyte এর মাদারবোর্ডটি বেস্ট হবে।





Khub proyojonio tottho deoa ekhane
ReplyDeleteThanks for your commitment
Delete