Budget Pc Build (35k - 40k)

35k - 40k বাজেট এ পিসি বিল্ড (PC Build  without Monitor)

আপনারা অনেকেই   Budget PC Build করতে চান,কিন্তু বুঝে উঠতে পারেন না কোন প্রসেসরটি নিলে ভালো হবে মাদারবোর্ড কোনটা ভালো সাপোর্ট দিবে।আবার বাজেট নিয়েও বুঝে উঠতে পারেন না।
তাহলে এই  PC Build টি  আপনার জন্য  হতে পারে।এর মাধ্যমে আপনি গেমস খেলেও মোটামোটি ভালো পারফর্মেন্স পাবেন সাথে আপনারা খুব ভালোভাবে ফ্রীলান্সিং ও করতে পারবেন

↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓

⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️



1. 35k বাজেট বিল্ড এ প্রসেসর Ryzen 5 3400G বেস্ট অপশন হবে । এর সাথে Radeon RX Vega 11 Graphics পাচ্ছেন । যারা মোটামুটি গেমিং এবং ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য পারফেক্ট চয়েস । 3400G এর চেয়ে কম দামে বাজার এ Ryzen 5 3600 আছে এবং 3400G এর থেকে core ও বেশি যা ফ্রিল্যান্সিং এ কাজে আসবে । কিন্তু 3400G বেস্ট কারণ এই প্রসেসর এর সাথে গ্রাফিক্স কার্ড পাচ্ছেন যা গেমিং এ অনেকটাই সাহায্য করবে । বর্তমান বাজার এ গ্রাফিক্স কার্ড নেই বললেই চলে ! আর দাম অনেক বেশি । তাই আপনি যদি  গ্রাফিক্স কার্ড না লাগান তাহলে 3400G বেস্ট অপশন । তবে আপনি চাইলে এর সাথে গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন।


3400G এবং 3600 এর বর্তমান বাজার মূল্য - 16k-17.5k (বাজার এ Ryzen প্রসেসর এর দাম কমতে শুরু করেছে)



2. মাদারবোর্ডটি Gigabyte B450M S2H V2 ULTRA Durable অথবা MSI B450M-A PRO MAX এই দুইটি মাদারবোর্ড 3400G কে Max boost clock উঠাতে সক্ষম । Gigabyte B450M S2H V2 UD 4+2 phases digital VRM solution with low RDS(on) MOSFETs যা মাদারবোর্ডের সবচেয়ে পাওয়ার-ক্ষুধার্ত এবং শক্তি-সংবেদনশীল উপাদানগুলির পাশাপাশি বর্ধিত সিস্টেমের কর্মক্ষমতা এবং চূড়ান্ত হার্ডওয়্যার এর কর্মপরিধি সরবরাহ করবে। MSI আর Gigabyte এর মাদারবোর্ডটি ফিউচার আর স্পেক এর দিক দিয়ে প্রায় একই । তবে VRM  এর কুলিং সিস্টেম শুধু Gigabyte এর মডেলটিতেই পাবেন । আমার মতে Gigabyte এর মাদারবোর্ডটি বেস্ট হবে।


B450M S2H V2 UD মাদারবোর্ডটির বর্তমান বাজার মূল্য - 6.5k 
B450M A PRO MAX মাদারবোর্ডটির বর্তমান বাজার মূল্য - 6.7k
 
3. 3400G প্রসেসর এর সাথে Corsair Vengeance RGB PRO 8GB DDR4 3000Mhz RAM টি যথেষ্ট । বর্তমান বাজার এ Ram এর দাম 400 - 500 টাকা বেড়েছে । মার্কেট এ আরও অনেক ব্র্যান্ড এর Ram পেয়ে যাবেন এর থেকে কম দামে । এখন আপনি চাইলে Ram টি কম দাম এ কিনে বাকি টাকা অন্য জিনিস এ ব্যয় করতে পারেন । 


Corsair Vengeance RGB PRO 8GB DDR4 3000Mhz RAM টির বর্তমান বাজার মূল্য - 4k


4. Storage হিসেবে M.2 SSD লাগানো বেটার হবে । আপনি চাইলে সাথে একটা HDD লাগাতে পারেন। Western Digital SN520 128GB M.2 PCIe SSD
অথবা GIGABYTE 128GB M.2 PCIe SSD নিতে পারেন। WD SN520 এর Read and write speed Gigabyte 128GB M.2 এর থেকে বেশি। WD SN520 এর দামও কম। এই বাজেট বিল্ড এ M.2 SSD দেওয়ার কারণ যারা গেমিং এবং এডিটিং করবেন তারা অনেক ফাষ্ট ও তাড়াতাড়ি কাজগুলো করতে পারবেন । HDD হিসেবে SEAGATE BARRACUDA 1TB 7200RPM SATA বেস্ট অপশন। 
WD SN520 128GB M.2 PCIe SSD এর বর্তমান বাজার মূল্য - 2.3k
GIGABYTE 128GB M.2 PCIe SSD এর বর্তমান বাজার মূল্য - 2.9k
SEAGATE BARRACUDA 1TB 7200RPM SATA এর বর্তমান বাজার মূল্য - 3.7k


5. Antec Atom 350W Power Supply টি এই বিল্ড এর জন্য যথেষ্ঠ । আপনি চাইলে আরো ভালো ব্র্যান্ড এর 350W এর পাওয়ার সাপ্লাই নিতে পারেন। 350W এই বিল্ড এর জন্য যথেষ্ট।
Antec Atom 350W Power Supply এর বর্তমান বাজার মূল্য - 2.2k


6. Golden Field G7B ATX Gaming Case টি air ventilation (বায়ু চলাচল) অনেক ভালো এর প্রাইস অনুযায়ী। আপনি আরেকটু প্রাইস বাড়িয়ে আরও ভালো ক্যাসিং নিতে পারেন। 


Golden Field G7B ATX Gaming Case টির বর্তমান বাজার মূল্য - 2.7k


(এই বিল্ড এর components গুলোর দাম অনলাইন থেকে নেওয়া। সরাসরি দোকান থেকে কিনলে 1k - 2k কমে যাবে।)



2 comments:

Mansa Musa

✱ বর্তমান আধুনিক বিশ্বে কোনো ধনোকুপ এর কথা উঠলে সবাই বিল গেটস, জেফ বেজোজ অথবা ইলন মাস্ক এর কথা বলবেন যাদের অর্থের সঠিক কোনো হিসাব নেই। কিন্ত...

Powered by Blogger.