Top 5 Bangladeshi Android Apps You MUST Have
Top 5 Bangladeshi Android Apps You MUST Have (টপ পাঁচটি বাংলাদেশী অ্যান্ড্রয়েড অ্যাপস যা আপনার না থাকলেই নয়)
999 Emergency Service:
বাংলাদেশ সরকার 999 Emergency Service সম্পর্কে আমরা মোটামোটি সকলেই জানি।আমরা আমাদের মোবাইলের মাধ্যমে ৯৯৯ এ কল করে জরুরী সেবা নিয়ে থাকি। কিন্তু আমরা অনেকেই জানি না বাংলাদেশ সরকারের এই সেবাটির একটি অ্যাপ্স রয়েছে।যার মাধ্যমে আমরা খুব সহজেই জরুরী সেবা নিতে পারবো।তাছাড়াও এর মাধ্যমে আমরা আরো অনেক কাস্টমার কেয়ার এর নাম্বার পেয়ে যাব,শুধু নাম্বার না ক্লিক করলেই সরাসরি কল চলে যাবে কাস্টমার কেয়ার এর কাছে।
ঢাকা ওয়াসা,বিটিসিএল,তিতাস গ্যস সহ আর নানা ধরনের সেবা আপনি এর মাধ্যমে পেয়ে যাবেন।এছাড়াও অ্যাপ্সটিতে পাবেন জনসচেতন মূলক কিছু আর্টিকেল।
বিঃদ্রঃ 999 Emergency Service এ কখনো টেস্ট বা ভুয়া কল দিবেন না,দিলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Ezzyr: Download
Ezzyr এটি মুলত রাইড শেয়ারিং একটি অ্যাপ্স।কিন্তু তাদের মেইন ফোকাস হচ্ছে এ্যাম্বুলেন্স সার্ভিস।অ্যাপ্সটি বাংলাদেশ সরকারে ৯৯৯ Emergency Service এর সাথে এগ্রিমেন্ট করে সার্ভিস টি দিয়ে থাকে।এর মাধ্যমে আপনি খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি এ্যাম্বুলেন্স পেয়ে যাবেন।Digital Manush: Download
আপনি যদি আপনার বাসায় কোন প্রকার কাজের দরকার হয় আপনি Digital Manush অ্যাপ্স এর মাধ্যমে কর্মী নিয়োগ দিতে পারবেন।যেমন আপনার বাসায় যদি এসি,টিভি কিংবা নানা ধরনের জিনিষনষ্ট হয়ে যায়।তাহলে Digital Manush এর মাধ্যমে আপনি কর্মী এনে তা ঠিক করে নিতে পারবেন।এছাড়াও অ্যাপ্সটিতে রয়েছে আর নানা সুবিধা এবং খুব নিরাপদ ব্যবস্থা।আবার এর অন্যতম একটি
সুবিধা হচ্ছে আপনি চাহলে নিজে টিউটর হতে পারেন বা আপনার দরকার এ টিউটর এর সুবিধা পেয়ে যাবেন।
Hello Task: Download
আপনার বাসায় কাজের জন্য বুয়া প্রয়োজন হলে আপনি Hello Task এর মাধ্যমে বুয়া ভাড়া করে নিতে পারেন।আপনি চাইলে এর বুয়া ঘণ্টায়,সাপ্তাহিক কিংবা মাসিক বেসিস এ ভাড়া করে নিতে পারেন।তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। অর্থাৎ আপনার বাসার যাবতীয় কাজ তাড়া করে থাকবে।
Chaldal: Download
Chaldal অ্যাপ্স এর মাধ্যমে আমরা আমাদের ঘরের যাবতীয় বাজার করে নিতে পারবো।Chaldal এর সাধারনত সব ধরনের খাবার এর কাচামাল আপনি পেয়ে যাবেন।চাল,ডাল,সবজি,ফল থেকেশুরু করে আপনি অনেক কাচামাল অর্ডার করতে পারবেন এবং তা ১ থেকে ২ ঘণ্টার মধ্যে আপনার বাসায় পৌছে যাবে। আপনার ব্যাস্ত জীবনে এটি হতে পারে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
Pathao: Download
এটি সম্পর্কে বর্তমানে কম বেশি সবাই এ জানেন।এটি একটি রাইড শেয়ারিং মাধ্যম,এর মাধ্যমে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় বাইক কিংবা গাড়ি দিয়ে খুব নিরাপদে ও দ্রুত যাতায়াত করতে পারবেন।

Very Informative. Glad to know. Thank you 💙
ReplyDeleteVery Very Nic... ❤️❤️
ReplyDelete