10 ways to secure your facebook or any social media account

আপনার ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যম সুরক্ষিত করার ১০ টি উপায়।


ফেসবুক বা কোনো সামাজিক মাধ্যম একটি পাব্লিক প্লেস, আমারা অনেকেই ফেসবুক এ নিরাপদ মনে করি না কখন অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে কিংবা বন্ধ হয়ে যাবে। অনেকের অ্যাকাউন্ট অনেক সময় হ্যাকও হয়ে যায়।
আজকে আমরা আলোচনা করবো কিভাবে বা কি উপায়ে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারি। 






1. Using strong password : সাধারণত মানুষ সহজ টাইপের পাসওয়ার্ড দিয়ে থাকে যাতে করে তাদের মনে থাকে। কিন্তু আমাদের উচিৎ সবসময় কঠিন পাসওয়ার্ড দেয়া যাতে করে হ্যাকার রা সহজেই হ্যাক না করতে পারে, যেমন:  যেকোনো নাম্বার, এলফাবেট এবং সাথে স্পেশাল ক্যারেক্টার এর কম্বিনেশন হতে হবে uppercase এবং lowercase  লেটার মিলিয়ে একটি কমপ্লেক্স পাসওয়ার্ড তৈরি করা উচিৎ। এতে করে হ্যাকার রা ব্রুট ফোর্স এটাক দিয়েও সহজে পাসওয়ার্ড ভাংতে না পারে।


2. Use your valid and real information :  আপনার সোশ্যাল মিডিয়ায় একাউন্ট এর সকল ইনফরমেশন আসল এবং সঠিক টা দিবেন, যেমন: নাম, ডেট অফ বার্থ ইত্যাদি।  এর কারন হচ্ছে যদি কখনো আপনার একাউন্ট হ্যাক বা কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি ফেসবুকে রিপোর্ট মেসেজের মাধ্যমে জানাতে পারবেন এবং আপনার একাউন্টে দেয়া ইনফরমেশন গুলো যে সত্য এরকম কোনো পেপার সাবমিট করবেন যার সাথে আপনার একাউন্টে দেয়া তথ্য মিলে , যেমন: ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট।  এতে করে আপনি আপনার একাউন্ট ব্যাক পেতে পারেন।


3. Two step verification/ Two factor authentication : এটা হচ্ছে আপনি যখন আপনার সোশ্যাল মিডিয়ায় একাউন্টে লগইন করতে যাবেন তখন আপনার নাম্বারে একটি কোড যাবে যা আপনি লগইন করার সময় কোডটি দিয়ে লগইন করতে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফর্মেশন যা আপনার একাউন্টে সিকিউর করবে।


4. App/ website permission : ফেসবুকে এখন সাধারণত অনেক ধরনের ইন্টারটেনমেন্ট ওয়েবসাইট বা গেমস পাওয়া যায় যা থার্ড-পার্টি অ্যাপ এগুলো ব্যবহার করার সময় তারা আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ-ইন চায় যার মাধ্যমে আপনার ফেসবুকের পাসওয়ার্ড তাদের কাছে চলে যায় এগুলো ব্যবহার থেকে বিরত থাকবেন কারণ এর মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে খুব ট্রাস্টেড সাইট না হলে বা খুব ইমারজেন্সি না হলে এগুলো ব্যবহার করবেন না। আপনি যদি অলরেডি থার্ড-পার্টি অ্যাপ গুলো ব্যবহার করে থাকেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো রিমুভ করে নিন। যা আপনার একাউন্ট কে সিকিওর করতে সাহায্য করবে।


5. Hide login/ personal information : আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লগইন করার জন্য যে ইমেইল অথবা ফোন নাম্বার ব্যবহার করেছেন সেগুলো সাধারনত হাইড করে রাখবে না হলে হ্যাকাররা আপনার এইসব ইনফরমেশন গুলা কালেক্ট করে হ্যাক করতে পারে তাই এগুলো হাইড করা আপনার একাউন্টের জন্য গুরুত্বপূর্ণ।


6. Never open any unknown link : আপনার সোশ্যাল মিডিয়া একাউন্টে কোন ধরনের লিংক এ ক্লিক করবেন না কারণ না কিছু কিছু হ্যাকাররা ফিশিং সাইট এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারেন সাধারণত ফিশিং সাইট এর লিঙ্ক গুলো শর্ট হয়ে থাকে শরট লিংকগুলো থেকে দূরে থাকবেন যা আপনার একাউন্ট হ্যাকারদের থেকে সেফ থাকবে।


7. Remove previous login : আপনার সোশ্যাল মিডিয়া সেটিংস এ যে পূর্বে যেসব ডিভাইস থেকে আপনার একাউন্টে লগইন করেছেন সেগুলো সব রিমুভ করে দিবেন কেননা যে সব ডিভাইসের মাধ্যমে আপনার একাউন্টের এক্সেস আছে সেখানে আপনি টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখলেও যদি অন্য ডিভাইসে একবার লগইন করে ফেলেন সেই ডিভাইসের ক্ষেত্রে তা কাজ করবে না তাই একাউন্ট সিকিওর জন্য পূর্ববর্তী লগইন করা ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্ট লগ আউট করে ফেলবেন।


8. Don't login your account in unknown device : অপরিচিত কোন ডিভাইসে আপনার সোশ্যাল অ্যাকাউন্ট লগইন করবেন না যেমন কোন সাইবার ক্যাফেতে কারণ এর মাধ্যমে আপনার একাউন্ট সেফ থাকবে না।


9. Don't mess with unknown person : সোশ্যাল মিডিয়াতে অপরিচিত মানুষের সাথে কোন ভেজালে জরাবেন না কারণ আপনি যে অপরিচিত মানুষটিকে চেনেন না সে কোন হ্যাকার হতে পারে ফলে তার সাথে ঝামেলায় জারণের ফলে সে আপনার একাউন্ট হ্যাক করতে পারে সুতরাং অপরিচিত মানুষ অ্যাভয়েড করবেন সোশ্যাল মিডিয়াতে।


10. For professional : যদি আপনার সোশ্যাল মিডিয়াতে কোন বিজনেস একাউন্ট বা বিজনেস পেজ থাকে তাহলে আপনার একাউন্ট সিকিওর করার জন্য কোন প্রফেশনাল হ্যাকার দিয়ে আপনার একাউন্টি বা পেইজ টি হ্যাক করবেন যাতে করে সে হ্যাকর আপনাকে বলে দিতে পারেন আপনার একাউন্টে বা পেইজ  কি কি কারনে হ্যাক হতে পারে এবং আপনি সেই কাজগুলো করে আপনার অ্যাকাউন্টটি স্ট্রং করতে পারেন।

No comments

Mansa Musa

✱ বর্তমান আধুনিক বিশ্বে কোনো ধনোকুপ এর কথা উঠলে সবাই বিল গেটস, জেফ বেজোজ অথবা ইলন মাস্ক এর কথা বলবেন যাদের অর্থের সঠিক কোনো হিসাব নেই। কিন্ত...

Powered by Blogger.