How to recover if Facebook account is hacked.

ফেসবুক একাউন্ট হ্যাক হলে উদ্ধার করবেন যেভাবে-

FB HACKED

র্তমান পৃথিবীতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া কিছুই কল্পনা করতে পারি না।সামাজিক যোগাযোগ মাধ্যমে আমারা আমাদের দৌনন্দিন জীবনে সকলের সাথে যোগাযোগ রাখতে পারি। তেমনি বর্তমানে ফেসবুক হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। আমাদের দিনের অধিক সময় আমরা ফেসবুক এ অতিবাহিত করে থাকি। এখনকার যুগে প্রায় সবার ই ফেসবুক অ্যাকাউন্ট থাকে।২.৮০ বিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহার করেন। এটিতে ১.৮৪ বিলিয়ন ব্যবহারকারীও রয়েছে যা প্রতিদিন সামাজিক যোগাযোগের সাইটটি পরিদর্শন করে। ফেসবুক শীর্ষস্থানীয় সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম।2021 সালের মার্চ মাসে বাংলাদেশে 46420000 জন ফেসবুক ব্যবহারকারী ছিলেন, যা এর সমগ্র জনসংখ্যার 27% ছিল।তেমনি একজন ইউজার এর অনেক গুরুত্বপূর্ণ ডাটা থাকে তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে।তাই অনেক সময় অনেক অসাধু মানুষ যাদের আমরা হ্যাকার বলে চিনি,তারা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে আমাদের ব্যক্তিগত ডাটা নিয়ে আমাদের ক্ষতি সাধন করে থাকে। কিংবা হ্যাকাররা আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনার পরিবার,আপনার বন্ধু-বান্ধব বা আপনার পরিচিত কাউকে মেসেজ দিয়ে অর্থ আদায় করার কায়দা খুজে। আবার তারা অর্থের বিনিময়ে আপনার অ্যাকাউন্ট আপনাকে ফিরত দেয়ার কথা বলে প্রতারনাও করে থাকে।কিন্তু ফেসবুক তার ইউজার দের কথা চিন্তা করে তারা একটি মাধ্যম করে দিয়েছেন যার মধ্যমে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটি আপনি নিজ থেকেই ফেরত আনতে পারবেন। আজকে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্ট ফিরত আনবেন তা নিয়ে আলোচনা করবো।


ফেসবুক অ্যাকাউন্ট  হ্যাক হলে বিপত্তি ব্যবহারকারীরই। কারণ হ্যাকাররা অপরাধ করতে অ্যাকাউন্টটি ব্যবহার করতে ফেসবুক একাউন্ট হ্যাক হলে উদ্ধার করবেন যেভাবে।
পারে। হ্যাক হলে ফেসবুক একাউন্টে উদ্ধার করবেন যেভাবে।


১.প্রথমেই এই লিংকে যান http://www.Facebook.com/hacked


২.একটি পেজ আসবে, এখান থেকে “My account is compromised" এই বাটনে ক্লিক করুন।


৩.হ্যাক হওয়া একাউন্টটির তথ্য চাইবে এখানে। উল্লেখ করা দুইটি অপশনের যেকোন একটির ইনফরমেশন দিন। ইনফরমেশন দেওয়া হলে সার্চ বাটনে ক্লিক করুন।


৪.আপনার প্রদত্ত তথ্য সঠিক হলে আপনার একাউন্টটিই দেখাবে এখানে।


৫.এখন “This is my account"এ ক্লিক করুন।


৬.ক্লিক করার পর আপনার বর্তমান অথবা পুরাতন পাসওয়ার্ডটি চাইবে। এখানে আপনার পুরাতন পাসওয়ার্ডটি দিয়ে “continue" করুন। আপনাকে একটি কনফার্মেশন মেসেজ দিবে। তারপরে কন্টিনিউ করে পরের স্টেপগুলি পার করুন। সাধারণত পরের স্টেপে আপনার কাছ থেকে একটা নতুন পাসওয়ার্ড চাওয়া হবে।
পরের ফর্মগুলো ঠিক ঠাক পূরণ করলে ফেসবুক থেকে একাউন্ট আবার ফেরত পেয়ে যাবেন।


৭. হ্যাকার যদি ইমেইল অ্যাড্রেস, ফোন নম্বরসহ লগইন করার জন্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে থাকে তবে Need another way to authentication?->Submit a request to Facebook এ ক্লিক করলে ফেসবুক প্রোফাইলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবরাহের ফর্ম পূরণের মাধ্যমে হ্যাকড একাউন্টটি উদ্ধার করা সম্ভব।


এছাড়াও সোশ্যাল মিডিয়ায় হ্যাকিংয়ের শিকার হলে আপনি সশরীরেও সিআইডির সাইবার পুলিশ সেন্টারে গিয়ে অভিযোগ করতে পারেন।

No comments

Mansa Musa

✱ বর্তমান আধুনিক বিশ্বে কোনো ধনোকুপ এর কথা উঠলে সবাই বিল গেটস, জেফ বেজোজ অথবা ইলন মাস্ক এর কথা বলবেন যাদের অর্থের সঠিক কোনো হিসাব নেই। কিন্ত...

Powered by Blogger.