#Hashtag - The Proper Use of Hashtag

 #Hashtag এর সঠিক ব্যবহার জানেন ?









আজকে আমরা কথা বলবো হ্যাশট্যাগ (#Hashtag) নিয়ে। বাংলাদেশের বেশিরভাগ মানুষই হ্যাশট্যাগ কি , কি কাজে ব্যবহার হয় এর সম্পর্কে জানে না। যে কারণে আমরা ফেসবুকে ভুরি ভুরি হ্যাশট্যাগ দেখি। যেমন - #lonelyboy , #Chiling , #Emotional , #I_Am_Going_To_Chottogram ইত্যাদি। এই ধরনের হ্যাশট্যাগ আমরা ফেসবুকে প্রতিনিয়তই দেখে থাকি। শুধুমাত্র বাঙালিরা না যারা জানেনা তারা শুধুমাত্র টেক্সটাকে হাইলাইট করার জন্য হ্যাশট্যাগ ব্যবহার করে। ফেসবুকে কোনো কিছু লিখলে সেই লিখার টেক্সটা কালো হয়। কিন্তু কোনো একটা লাইনকে হাইলাইট করতে হলে বা ব্লু কালার করতে হলে হ্যাশট্যাগ ব্যবহার করে থাকে। আর হ্যাশট্যাগসহ স্পেস কাজ হয় না বলে আন্ডার স্কোর ব্যবহার করে। এইটা কিন্তু হ্যাশট্যাগ এর সঠিক ব্যবহার না। 


আজকে আমরা হ্যাশট্যাগের বাস্তব ব্যবহার এবং হ্যাশট্যাগ সম্পর্কে অল্প একটু ধারণা নিবো -


হ্যাশট্যাগ বা (#) এই পাউন্ড সাইনটা প্রথম ব্যবহার হয় টুইটারে 2007 সালের আগস্ট এর 13 তারিখে। Chris Messina নামের এক ব্যক্তি এই হ্যাশট্যাগ কিভাবে ব্যবহার করা যায় এটা আবিষ্কার করেছেন। যদিও হ্যাশট্যাগ এর পেছনে একটা লম্বা কাহিনী আছে। কিন্তু আমরা লম্বা কাহিনীটাকে ছোট করে বলব। যেমন - আমি একটা কনফারেন্সে গেলাম যাওয়ার পরে আমি এসে টুইটারে যদি কোন কিছু লিখতে চাই কিন্তু শুধুমাত্র যারা কনফারেন্সে সংযুক্ত ছিল তাদেরকে টার্গেট করে তাহলে কিভাবে লিখব ?  অনেকটা ফেসবুকে যেমন গ্রুপ আছে সেই গ্রুপের ধারনা ছিল যে একটা গ্রুপ তৈরি করার মত সিস্টেম করা যেখানে আমি  টার্গেটেড লোকদেরকে উদ্দেশ্য করে কোন কিছু পোস্ট করতে পারবো। হ্যাশট্যাগটা কিন্তু এই ভাবে কাজ করে। হ্যাশট্যাগ এর ব্যবহার হচ্ছে যেমন -  আজকে আমি একটা পোস্ট করলাম #Massive_Tach_Store। এই #Massive_Tach_Store কিন্তু এখন একটা লিংক হয়ে গেল। এইটা শুধু হাইলাইট ব্লু কালার হয়না এটা একটা লিঙ্ক হয়। যেখানে আপনি ক্লিক করতে পারবেন। এই #Massive_Tach_Store এ ক্লিক করলে অন্যান্য যারা এই #Massive_Tach_Store দিয়ে পোস্ট করেছে তাদের সব গুলো আপনার সার্চ এ চলে আসবে। যদিও এটা সার্চ না। অনেকে মনেকরে হ্যাশট্যাগ মানে সার্চ কিন্তু এটা সার্চ না। এটা আসলে ট্যাগ , যেই ট্যাগটাতে ক্লিক করলে অনুরূপ ট্যাগ ব্যবহার করে যেই পোস্টগুলো আছে সেইগুলো একসাথে জড়ো হয়ে যাবে। যদিও টুইটারে এটাকে নানান ভাবে ব্যবহার করে থাকে। যেমন - কোনো আন্দোলন এর জন্য হ্যাশট্যাগ ব্যবহার করা হয় , হ্যাশট্যাগ অনেক চলমান (Trending) এ থাকে। টুইটার এর ট্রেন্ডিং যেই সেকশন টা আছে সেখানে কিন্তু হ্যাশট্যাগ ট্রেন্ডিং ব্যবহার করে থাকে। যেই হ্যাশট্যাগটা বেশি বেশি ব্যবহার হয় সেইটা সবার উপরে আসে। শুধুমাত্র সাধারণ বিষয়গুলোকে একসাথে পাওয়ার জন্য হ্যাশট্যাগ ব্যবহার করা হয়।  এছাড়াও ধরুন আমরা কোনো একটা ডোনেশন চালু করলাম বা কোথাও কোনো জায়গায় কোনো কিছু হচ্ছে আপনি সেটাকে উল্লেখ করে কোনো প্রতিবাদ বা যেকোনো কিছুর জন্যেই আপনি পোস্ট করলেন। কিন্তু আপনি জানতে চাচ্ছেন এই বিষয়টা নিয়ে এর কে কে পোস্ট করেছে। আপনার ফ্রেন্ডলিস্ট এ নেই বা আপনি কাওকে ফলো করছেন না তবুও এই হ্যাশট্যাগ ব্যবহার করে যারা যারা পোস্ট করেছে তাদেরকে আপনি একটা পেজ এ দেখতে পারবেন। যারা এতদিন পর্যন্ত টেক্স হাইলাইট করার জন্য বা ব্লু কালার বানানোর জন্য ব্যবহার করতেন আশাকরি তারা আজকে থেকে জেনে গিয়েছেন হ্যাশট্যাগটা আসলে কি কাজে ব্যবহৃত হয়। এখন থেকে চেষ্টা করবেন হ্যাশট্যাগ দরকার ছাড়া ব্যবহার না করা। যেখানে দরকার যেখানে প্রয়োজনীয় যেখানে আপনি জানেন এটা ব্যবহার করলে অন্য মানুষ আমার পোস্টটা খুঁজে পাবে বা পাওয়া দরকার তখনই হ্যাশট্যাগটা ব্যবহার করবেন।



No comments

Mansa Musa

✱ বর্তমান আধুনিক বিশ্বে কোনো ধনোকুপ এর কথা উঠলে সবাই বিল গেটস, জেফ বেজোজ অথবা ইলন মাস্ক এর কথা বলবেন যাদের অর্থের সঠিক কোনো হিসাব নেই। কিন্ত...

Powered by Blogger.