সাইলেন্ট অবস্থায় হঠাৎ মোবাইল ফোন খুঁজে না পাওয়া গেলে যা করবেন।

সাইলেন্ট অবস্থায় হঠাৎ মোবাইল ফোন খুঁজে না পাওয়া গেলে যা করবেন।

আপনি আপনার মোবাইলটি সাইলেন্ট অবস্থায় রেখেছেন,সেই সময়েই হঠাৎ দেখলেন মোবাইলটি খুঁজে  পাচ্ছেন না।আবার কখনো কখনো দেখা যায় আপনার  মোবাইল ফোনটি  আপনার ছোট ভাই,বোন কিংবা আপনার সন্তান  নিয়ে অন্য কোথাও রেখেছে। কিন্তু পরে আর মনে করে বলতে পারছে না ফোনটি কোথায় রেখেছে। এরকম ঘটনা প্রায়ই হয়। সাধারণভাবে এমন ঘটনায় অন্য কোনও ফোন থেকে নিজের নম্বরটি ডায়াল করাই সেই ফোনটি খুঁজে পাওয়ার সহজতম পন্থা। মোবাইল ফোনটি বাঁচতে শুরু করলেই সেই আওয়াজ অনুসরণ করে সহজেই তা খুঁজে পেয়ে যাবেন। কিন্তু ফোন যদি সাইলেন্ট মোডে থাকে তাহলে এই কৌশল কার্যকর হবে না। তাহলে সেই অবস্থায় কিভাবে খুজে পাবেন সেই হারানো মোবাইল? জেনে নিন এর কৌশল-




১.প্রথমে অন্য কোনও মোবাইলের বা কম্পিউটারের মাধ্যমে থেকে গুগল এর ওয়েবসাইটে যান।


২.সেখানে সার্চ বারে লিখুন “Find my phone"


৩.তারপর গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট সাইন ইন করুন।


৪. তারপর নিজের মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগল এ।


৫.এরপর আপনার সামনে অপশন আসবে, এটির মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি“On"করে দিতে পারবেন।


৬.এবার“Ring"অপশনটি সিলেক্ট করুন।


৭.আপনার ফোন সাইলেন্ট মোডে থাকলেও সেটি ফুল ভলিউমে রিং হতে শুরু করবে এবং যতক্ষণ না ফোনটিকে খুঁজে বের করে তার পাওয়ারবাটন চেপে ধরছেন, ততক্ষণ ফোন রিং হতে থাকবে। এবার সেই আওয়াজ অনুসরণ করে ফোনটিকে খুঁজে বের করা তো কোন ব্যাপারই নয়।


বিঃদ্রঃ এই একটি পদ্ধতিতে আপনি আপনার হারানো অ্যান্ড্রয়েড টেবও খুঁজে পেতে পারেন।তবে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে।এটা হল,আপনার ডিভাইস থেকে গুগোল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। নতুবা এই পদ্ধতিতে আপনার হারানো মোবাইল খুঁজে পাবেন না।

No comments

Mansa Musa

✱ বর্তমান আধুনিক বিশ্বে কোনো ধনোকুপ এর কথা উঠলে সবাই বিল গেটস, জেফ বেজোজ অথবা ইলন মাস্ক এর কথা বলবেন যাদের অর্থের সঠিক কোনো হিসাব নেই। কিন্ত...

Powered by Blogger.