স্মার্ট কার্ড বিতরণের তথ্য জানুন অনলাইনে, এসএমএস ও ফোন করে!

স্মার্ট কার্ড বিতরণের তথ্য জানুন অনলাইনে, এসএমএস ও ফোন করে!

বাংলাদেশে পূর্বে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র হিসেবে কাগজের ওপর লেমিনেটিং করা  আইডি কার্ড ব্যবহৃত হয়ে আসছে । কিন্তু আমরা সকলেই জানি যে বর্তমানে সেই কার্ডকে প্রতিস্থাপন করে  ইলেকট্রনিক চিপ সমৃদ্ধ নতুন প্রযুক্তির স্মার্ট আইডি কার্ডএ রুপান্তর করা হয়েছে।ডিজিটাল পদ্ধতিতে এই মেশিন রিডেবল কার্ডে  সংরক্ষিত থাকে নাগরিকের বিভিন্ন তথ্য  বা ডাটা যা নাগরিকের বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তিকে আরও সহজ করে তুলবে।কিন্তু অনেকেই আমরা চিন্তিত থাকি যে নিবন্দন করার পর কার্ড কবে পাবো এ সম্পর্কে কিভাবে যানবো। আপনি যদি এখনও স্মার্টকার্ড না পেয়ে থাকেন, তবে আপনার কার্ড কবে পাবেন সে সম্পর্কিত তথ্য সহজেই জানতে পারেন। আজকে আমরা এ সম্পর্কিত তথ্য তুলে ধরবো যে কি কি উপায়ে আপনিও আপনার স্মার্ট কার্ডটি হাতে পেতে পারেন-


এসএমএস বা কল করে স্মার্টকার্ড বিতরণের তথ্য-

আপনি চাইলে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশন এর মাধ্যমে এ সম্পর্কিত তথ্য জানতে পারবেন। আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SC লিখে স্পেস দিয়ে NID লিখে স্পেস দিয়ে ১৭ ডিজিটের এনআইডি নম্বর লিখে পাঠিয়ে দিন ১০৫ নম্বরে (যেকোনো মোবাইল অপারেটর থেকে)।দেখে নিতে হবে আপনার এনআইডি নম্বর কত ডিজিটের।  আপনার এনআইডি নম্বর যদি ১৩ ডিজিটের হয়, তাহলে এনআইডি নম্বরের শুরুতে জন্ম সাল যুক্ত করে নেবেন। এরপর মেসেজটি ১০৫ নম্বরে পাঠালেই  ফিরতি মেসেজে পাবেন আপনার স্মার্টকার্ড বিতরণের তথ্য।কিন্তু যদি ফিরতি মেসেজ এরকম উত্তর আসে “Your card distribution date is not scheduled yet, please try later”, তাহলে বুঝতে হবে আপনার স্মার্টকার্ড বিতরণের তারিখ ও স্থান এখনও নির্ধারিত হয়নি। সুতরাং কিছুদিন পর আবারও এভাবে চেষ্টা করুন।কিংবা আপনি চাইলে ১০৫ নম্বরে কল করে সেখানে জিজ্ঞাসিত আপনার সঠিক তথ্য দিয়েও স্মার্টকার্ড সংশ্লিষ্ট তথ্য জানতে পারবেন।


অনলাইনে স্মার্ট কার্ড বিতরণের তথ্য


মোবাইলের মেসেজ অপশন ছাড়াও আপনি চাইলে অনলাইনের মাধ্যমেও স্মার্ট কার্ড বিতরণ তথ্য সম্পর্কে জানতে পারবেন। বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনি স্মার্ট কার্ড বিতরণের সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন। এজন্য প্রথমে আপনাকে ভিজিট করেতে হবে -  https://services.nidw.gov.bd/card_distribution । 




এরপর উপরে ছবির ন্যয় ইন্টারফেস আসবে। ওয়েবসাইট এ আপনার কিছু তথ্য দিতে হবে। সেখানে এনআইডি নম্বর বা ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর, জন্মতারিখ ও ক্যাপচা ঘরগুলো পূরণ করুন। তারপর ‘কার্ড বিতরণ তথ্য দেখুন’ বাটন ক্লিক করুন। এরপর একটি উইন্ডো আসবে যেখানে আপনার স্মার্টকার্ড বিতরণের তারিখ ও স্থান উল্লেখ করা থাকবে।







আবার ও যদি এরকম লেখা আসে “No data found for: Your card distribution date is not scheduled yet, please try later”, তাহলে বুঝে নিতে হবে আপনার স্মার্টকার্ড বিতরণের তারিখ ও স্থান এখনও নির্ধারিত হয়নি। সুতরাং আবার  কিছুদিন পরে একই নিয়মে চেষ্টা করুন।


✱32 Bit & 64 bit -সম্পর্কে জানতে এখনে ক্লিক করুন 

Budget Pc Build (35k - 40k)




No comments

Mansa Musa

✱ বর্তমান আধুনিক বিশ্বে কোনো ধনোকুপ এর কথা উঠলে সবাই বিল গেটস, জেফ বেজোজ অথবা ইলন মাস্ক এর কথা বলবেন যাদের অর্থের সঠিক কোনো হিসাব নেই। কিন্ত...

Powered by Blogger.