How to increase the speed of smart phone?

 স্মার্ট ফোনের গতি বাড়াবেন কিভাবে। 



স্মার্ট ফোন পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে স্মার্ট ফোনের কার্যক্ষমতা কমে যেতে থাকে।স্মার্ট ফোন স্লো হতে থাকে আর বারবার হ্যাং হয়ে যায়।এ সমস্যা নিয়ে অনেক বিব্রতকর অবস্থায় পড়তে হয় ব্যাবহার কারি দের। স্মার্ট ফোন স্লো বা হ্যাং হয়ে যাওয়ার সমস্যা নিত্যৈমিত্তিক।তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু উপায় আসে যেই উপায় গুলো ব্যাবহার করে আপনি আপনার স্মার্ট ফোনের গতি সহজেই বাড়াতে পড়বেন।

‌১. সাধারণত স্মার্ট ফোনে থাকা অ্যাপ ব্যাবহার করলে ক্র্যাচ (cache) রূপে ফোনের মেমোরিতে থেকে যায়। অনেক সময় cache জমে স্মার্ট ফোন স্লো হয়ে যায় তাই নিয়মিত ক্লিন করা দরকার।ফোনের সেটিংসে এ গিয়ে স্টোরেজ অপশনে এ ক্লিক করলে প্রতিটি অ্যাপের cache ক্লিন করতে হবে।

২. অযাচিত বা অব্যবহিত অ্যাপ ফোন না রেখে ডিলিট করে দিতে হবে। এছাড়া অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও ডিলিট করে ফোনের স্টোরেজ ফাঁকা করে দিলে ফোন হ্যাং হওয়ার সমস্যা দূর হবে।কেননা ফোনের স্টোরেজ পূর্ণ হয়ে গেলেও ফোন স্লো কাজ করে।

৩. স্মার্টফোনটিতে সবসময়ই সটওয়্যার আপডেট ইনস্টল রাখতে হয়।আপডেট দিতে বা নতুন আপডেট চেক করতে ফোনের সেটিংস অপশন এ গিয়ে সিস্টেম অপশন চেক করতে হয়। এখানে ফোনটি শেষ কবে আপডেট হয়েছে বা নির্মাতা সংস্থা নতুন কোন আপডেট দিয়েছে কিনা দেখতে পাবেন।

৪. অনেক ব্যবহারকারী স্মার্ট ফোনের ডিসপ্লে সৌন্দর্য বাড়ানোর জন্য লাইভ ওয়ালপেপার ব্যবহার করেন। ফোনের পারফরম্যান্স এটি খুবই প্রভাব ফেলে। তাই ফোনে সাধারণ ওয়ালপেপার ব্যবহার করা উচিত। তন্তু পুরানো স্মার্টফোনে কখনই লাইভ ওয়ালপেপার ব্যবহার করা যাবে না।

৫. যদি আপনার ফোনটির গতি অতিরিক্ত মাত্রায় শুরু হয়ে যায় তাহলে ফ্যাক্টরি ডাটা রিসেট করে নিতে পারেন। ফ্যাক্টরি ডাটা রিসেট করার আগে অবশ্যই আপনার অ্যান্ড্রয়েডের সব ডাটার ব্যাকআপ নিয়ে রাখবেন। কেননা ফ্যাক্টরি ডাটা রিসেট করলে ফোনের সব ডাটা মুছে যায়। এরপর আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি সবকিছু নতুন করে সেটআপ করুন।

৬. হার্ডওয়ার ত্রুটির কারনেও আপনার স্মার্টফোনটি স্লো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট ব্র্যান্ডের সার্ভিস সেন্টারে যোগাযোগ করা যেতে পারে।

1 comment:

Mansa Musa

✱ বর্তমান আধুনিক বিশ্বে কোনো ধনোকুপ এর কথা উঠলে সবাই বিল গেটস, জেফ বেজোজ অথবা ইলন মাস্ক এর কথা বলবেন যাদের অর্থের সঠিক কোনো হিসাব নেই। কিন্ত...

Powered by Blogger.