HDD vs SDD vs M.2 Which will be better for you?

HDD vs SDD vs M.2 Which will be better for you?(কোনটা আপনার জন্য ভালো হবে)




পিসি আপগ্রেডেশন নিয়ে অনেকের মনে অনেক বিভ্রান্তি কাজ করে যেহেতু কিছুদিন পর পর পিসি 
Slow হয়ে যাচ্ছে বা কাজ করতে করতে একটা সময়ে পিসি হ্যাং হয়ে যায়। এই ধরনের সমস্যা হলে আমরা উইন্ডোজ নতুন করে সেটআপ দেই যা পিসি Slow হওয়ার কোনো সমাধান না। কারণ সেটআপ দেওয়ার পর পিসিটা একটু ফাষ্ট হবে কিন্তু আপনি যখন সেটআপ টা গুছাইতে গুছাইতে আগের পর্যায়ে চলে যাবেন তখন কিন্তু পিসি আবার সেই আগের মতো Slow হয়ে যাবে। আপনি যদি HDD ব্যবহার করেন অবশ্যই HDD এর প্রয়োজন আছে। যারা বাজেট পিসি বিল্ড করে তাদের কিন্তু কম টাকায় বেশি স্টোরেজ মানে HDD নিতে হয়। কারণ তিন হাজার বা চার হাজার 1TB এর HDD পাবেন কিন্তু এই দামে 120GB বা 128GB SSD পাবেন আর M.2 এর দাম তো অনেক বেশি। এখন নতুন জেনারেশন এ অনেকেই বিভ্রান্তিতে পরেন যে আমি কি HDD নিবো নাকি SSD নিবো নাকি M.2 নিবো। 


আজকে আপনাদের বুঝাবো যে HDD , SSD নাকি M.2 কোন স্টোরেজ ভ্যারিয়েন্ট টা আপনার পিসিতে প্রয়োজন ?


HDD আসলে সবারই প্রয়োজন হয়। কারণ আপনি যতই SSD আপগ্রেডেশন করেন বা M.2 ব্যবহার করেন সেটা কিন্তু আপনাকে বেশি স্টোরেজ দিবে না যেইটা HDD দিচ্ছে অল্প টাকার মধ্যে। আপনি 3 - 4 হাজার টাকার এর মধ্যে Seagate এর 1TB HDD পেয়ে যাবেন কিন্তু এই দাম এ SSD 120GB বা 128GB পাবেন এবং M.2 এর দাম অনেক বেশি। বর্তমান জেনারেশন এ 120GB  দিয়ে চলা অনেক কঠিন। যদি কখনো পিসি আপগ্রেডেশন বা বিল্ড করেন তখন HDD কে সেকেন্ড স্টোরেজ হিসেবে এবং SSD অথবা M.2 কে প্রাইমারি স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারেন অর্থাৎ SSD তে আপনি IOS আর আপনার কাজের যেই সফটওয়্যারগুলো আছে সেইগুলো ইনস্টল দিতে পারেন। এতে আপনার পিসি অনেক ফাস্ট হয়ে যাবে। আপনার পিসি core i3 , i5 , i7 যেই প্রসেসরই হোক না কেনো IOS মানে উইন্ডোজ যদি HDD তে ইনস্টল করেন তাহলে আপনার পিসি Slow run করবেই। Core i3 , i5 , i7 এর অরজিনাল পারফরম্যান্স পাবেন না HDD থেকে এইটা নিশ্চিত। আপনার পিসি ফাস্ট রান করার জন্য SSD বা M.2 কে প্রাইমারি স্টোরেজ হিসেবে ব্যবহার করতে হবে।


HDD , SSD এবং M.2 এর মধ্যে পার্থক্যগুলো হলো - 


HDD এর reading এবং writing speed 100 - 150 MBps পর্যন্ত সীমাবদ্ধ। SSD এর reading এবং writing speed 500 - 600 MBps বা আরো বেশি দ্রুত হয়ে থাকে। SSD কিন্তু কম্পিউটার এর ডাটা অনেক বেশি দ্রুত দিতে পারে যেইটা HDD পারে না। আপনি যখন পিসি অন করবেন তখন SSD ক্ষেত্রে সময় নিবে প্রায় দশ সেকেন্ড এর মতো কিন্তু HDD এর ক্ষেত্রে সময় নিবে এক মিনিট এর মতো। আরেকটি স্টোরেজ ভ্যারিয়েন্ট আছে সেটা হলো M.2 এইটাও SSD মতোই কিন্তু SSD থেকে অনেক বেশি ফাস্ট এবং ভালো। এখন আপনি একটা SSD কিনলেন যেইটার read , write speed 500 MBps এবং একটা M.2 কিনলেন যেইটার read , write speed 350 MBps তখন কিন্তু আপনি SSD থেকে ফাস্ট পারফরম্যান্স পাবেন। আবার আপনি যদি SSD আর M.2 এর read , write speed একই কিনেন তখন কিন্তু M.2 থেকে অনেক বেশি ফাস্ট পারফরম্যান্স পাবেন। এইক্ষেত্রে গেমার যারা আছেন M.2 নাও নিতে পারেন কিন্তু যারা Adobe এর সফটওয়্যার বা ভারী ভারী সফটওয়্যার যারা ব্যবহার করেন তাদের জন্য M.2 প্রয়োজন। কারণ অন্যান্য কাজের জন্য SSD এবং M.2 এর পারফরম্যান্স প্রায় একই পাবেন কিন্তু এডিটিং এর কাজে বা 3D এর কাজে M.2 এর পারফরম্যান্স বেটার। উদাহরণস্বরূপ Adobe এর কোনো সফটওয়্যার run হতে SSD তে সময় প্রায় দশ সেকেন্ড কিন্তু M.2 তে সময় লাগে দুই থেকে তিন সেকেন্ড এই স্টার্ট হয়ে যাবে। এইগুলোই ছিল এই স্টোরেজ ভ্যারিয়েন্টগুলোর মধ্যে পার্থক্য।


এই স্টোরেজ ভ্যারিয়েন্টগুলোর কাদের জন্য - 


যারা শুধু মুভি এবং সোসিয়াল মিডিয়া ব্যবহার করে তাদের জন্য HDD
যারা গেমিং এর পাশাপাশি টুকটাক কাজ করে থাকে তাদের জন্য SSD 
যারা প্রফেশনাল এডিটিং বা প্রফেশনালি ভারী ভারী সফটওয়্যার এবং 3D সফটওয়্যার ব্যবহার করে তাদের জন্য M.2

No comments

Mansa Musa

✱ বর্তমান আধুনিক বিশ্বে কোনো ধনোকুপ এর কথা উঠলে সবাই বিল গেটস, জেফ বেজোজ অথবা ইলন মাস্ক এর কথা বলবেন যাদের অর্থের সঠিক কোনো হিসাব নেই। কিন্ত...

Powered by Blogger.